জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলার দশটি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বাসাইল পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়নে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) সকালে বাসাইল পৌরসভা মিলয়াতনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেলটেক প্রাইভেট লিমিটেডের নগর পরিকল্পনাবিদ আব্দুলাহ আল মাসুদ,জুনিয়র আরবান প্ল্যানার দশ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প সাদী মোহাম্মদ হারুন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান গাউছ,বাসাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।