যশোর প্রতিনিধি: যশোর কেন্দ্রীয় কারাগারে নারায়ন চন্দ্র বিশ্বাস (৮০) নামে একজন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত আসামি নারায়ন চন্দ্র বিশ্বাস নড়াইল জেলার কালিয়া উপজেলার শুক্ত গ্রামের প্রিয় বিশ্বাসের ছেলে। তার কয়েদি নাম্বার ছিলো ( ৫৭২৬/ এ)।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর জানান, সাবেক নড়াইলের চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার নারায়ন চন্দ্র বিশ্বাসের নামে একটি দুর্নীতি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। চলতি বছরে ১২ জানুয়ারি নারায়ন চন্দ্র কারাগারে আসেন।
গতকাল রাতে হঠাৎ করে তিনি বমি করছিলেন এবং তার শরীর অসম্ভ ঘামছিলো। রাত ৯টা ৩৮ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক,ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।
লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।