![শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/11/শার্শায়-কিশোরীদের-সচেতনতামূলক-প্রশিক্ষণ-কর্মশালা-অনুষ্ঠিত.jpg)
শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: “উন্নয়ন পল্লী, উন্নত দেশ, শেখ হাসিনার সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক বাস্তবায়নাধীন (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় মঙ্গলবার বেলা ১১টার সময় শার্শার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কিশোরী সংঘের ১শ জন সদস্যকে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় ১০০জন প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাতা, কলম, পেনসিল বক্স সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা আবু বিল্লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান তিতাস, প্রধান শিক্ষক গোলাম রসূল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।