বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলার বকশীগঞ্জ পৌর এলাকায় মালিরচর মৌলভীপাড়া দাখিল মাদ্রাসার সুপারের উপর হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে,মালিরচর মৌলভীপাড়া দাখিল মাদ্রাসার সরকারি নিতিমালা অনুযায়ি গত ২২-০৯-২২ তারিখে আমার প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী ০১টি ও আয়া পদে সার্কুলার দেওয়া হয়। গত ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১জন নিরাপত্তা কর্মী ও ১জন আয়া পদে নিয়োগ পরিক্ষার জন্য আমিসহ ম্যানেজিং কমিটির সভাপতি,ডিজির প্রতিনিধি,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত হলে আসামি’রা আমাদেরকে দেখে লাঠি ফালা, রাম দা, লোহার সবলসহ দেশিয় অস্ত্রসহ আমার প্রতিষ্ঠানে প্রবেশ করিয়া অতর্কিত ভাবে হামলা করে, আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আসামিরা আমার প্রতিষ্ঠানে হামলা করলে বকশীগঞ্জ থানায় ফোন করিলে থানা পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আমাদেরকে উদ্ধার করে।

অভিযুক্ত গোলাম সারোয়ার, খাইরুল ইসলাম, সাইদুর রহমান,আঃ খালেক, আলম মিয়া, জাহাঙ্গীর আলম,শহিদুর রহমান,সাইফুল ইসলাম।
হামলা কারীদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া জোর দাবী জানান, মাদ্রাসার সুপার।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ছরুয়ার আলম জানান, নিয়োগ পরিক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তিতে বিধি অনুযারি ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।