আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ‘‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্যাপন কর্মসূচী নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত (২৩ জুলাই) শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছাঃ শামীমা আখতার জাহান।
এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম ডিফেন্স,
রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল-হেলাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু প্রমুখ। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।