হৃদয় শীল , মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধূরী।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচনে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মধুখালী উপজেলা প্রশাসনে নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত মোঃ আশিকুর রহমান চৌধুরী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। 
মধুখালী উপজেলা নির্বাহী কার্যালয় সুত্রে জানা গেছে ২ অক্টোবর ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে যাছাই বাছাই কমিটি মোঃ আশিকুর রহমান চৌধুরীকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করেন। জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশ নিবেন তিনি।উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে ভুমিকা ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং আধুনিকায়নে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন ।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অনুভব করে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন তিনি। যে কারনে অল্প সময়ের মধ্যে উপজেলা বাসীর প্রিয় মানুষে পরিনত হয়েছেন।