পটুয়াখালীর বাউফলে চা খাওয়ার সময় হাসান সরদার (২৬) ও বাবুল হোসেন (২৮) নামে দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় তরিকুল ও বশিরের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তরিকুল জেল থেকে জামিনে বের হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে হাসানকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হাসান ও বাবুল রামনগর তাঁতেরকাঠি ছালেহিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী।

আহত বাবুল জানান, সন্ধ্যার দিকে তিনি ও হাসান সরদার রামনগর চৌরাস্তা বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তরিকুল ও বশিরের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তরিকুলের বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। একাধিকবার তরিকুল মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে বের হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নূর আহম্মেদ সাঈদ সাংবাদিকদের বলেন, আহত দুজনের মধ্যে হাসানের অবস্থা গুরুতর। তার মাথা, হাত ও পিঠে কোপের দাগ রয়েছে। রক্তক্ষরণ হয়েছে। তাই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানার জন্য তরিকুল ও বশিরের মোবাইলে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে আহত দুই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

কলমকথা/ বিথী