করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই পর্যটকরা ঘুরতে আসেন সৈকতে।
পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকেই উপভোগ করছেন ভ্রমণ। এছাড়া গঙ্গামতি, ঝাউবাগান, শুটকি পল্লী, ফিস ফ্রাই মার্কেট, বৌদ্ধ বিহার ও ইলিশ পার্কেও পর্যটকদের প্রচুর উপস্থিতি দেখা গেছে।
টাঙ্গাইলের মির্জাপুর থেকে পরিবার নিয়ে আসা সাইফুল মিয়া বলেন, পরিবার পরিজন নিয়ে কুয়াকাটা এসেছি। মঙ্গলবার করোনার বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। বাচ্চারা বেশ মজা পাচ্ছে।
সাভারের আশুলিয়া থেকে আসা পর্যটক কাওছার আহমেদ বলেন, বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। বেশ স্বাচ্ছন্দে আনন্দ উল্লাস করছি। তবে খাবারের দাম ও হোটেল ভাড়া একটু বেশি মনে হচ্ছে।
কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোশিয়েশনের (টোয়াক) সাধারণ সম্পাদক কে এম জহির বলেন, আজ পর্যটকের সংখ্যা অনেক বেশি। অধিকাংশ হোটেলই বুকিং রয়েছে। এখন হোটেল ব্যবসায়ীরা করোনার ধকল কাটিয়ে উঠতে পারবে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তায় মাঠে পুলিশ কাজ করছে। বিভিন্ন পর্যটক স্পটে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে। যেকোনো ধরনের ঘটনা এড়াতে ট্যুরিষ্ট পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সৈকত এলাকায় মাইকিং করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।