বরিশালের বাকেরগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালনের জন্য ঘর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ মে) বেলা ৩টায় ২০২১-২০২২ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনমূলক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামসুল আলম চুন্নু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃ দাঃ) মোঃ নাসির উদ্দিন, দাঁড়িয়াল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলার নিবন্ধিত ৩০ জন জেলেকে একটি করে বাছুর, ১০ জন জেলেকে দুইটি করে ছাগল ও ১৫ জন জেলেকে একটি করে হাঁস-মুরগি পালনের জন্য ঘর দেয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।