বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা খাল থেকে সিদ্দিক মাতুব্বরের (৬০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে খাকদোন নদী সংলগ্ন খাজুরতলা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের নুরুদ্দিন মাতুব্বরের ছেলে সিদ্দিক। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী আগেই মারা গেছেন। একমাত্র ছেলে বিয়ে করে স্ত্রী নিয়ে পৌর শহরে ভাড়া বাসায় থাকে। মেয়ের বিয়ে হয়েছে। সিদ্দিক একাই বাড়িতে থাকতো।
প্রতিবেশীরা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় মরিচ ক্ষেতে পানি দেবার জন্য মটার নিয়ে খালপাড়ে গিয়েছিলো। শনিবার দুপুরে তার ভাইয়ের ছেলে নাহিদ খাজুরতলা খালে জুতা ও কাপড় ভাসতে দেখে লোকজন ডেকে আনে। পরে খালের মধ্যেই তার ভাসমান লাশ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্দিক মারা গেছে।
বরগুনা থানার ওসি মোহাম্মদ আলী আহম্মেদ জানিয়েছেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।