গত ২৪ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মধ্যে নৌ দুর্যোগ তহবিল ট্রাষ্টের দেওয়া আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১-আসনের সাংসদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক খাদ্য উপমন্ত্রী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিআইডব্লিউটি’র নৌনিট্রার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ প্রমুখ।

দুর্ঘটনা কবলিত লঞ্চে থাকা সাহারা বেগম এক নারী যাত্রী আর্তনাদ করে বলেন, আমি ঐ লঞ্চে দেখেছি আগুন কতটা ভয়াবহ। সে সময় আমি স্বামীকে হারিয়েছি। কোনো মতে আল্লাহর হুকুমে আমি বেঁচে আছি।

বিআইডব্লিউটি’র নৌনিট্রার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে সনাক্ত হয়েছে ২৫ জন। তার মধ্যে-বরগুনার ১৮, অন্যান্য উপজেলার ৭ জন পরিবারের মাঝে নৌ-দুর্যোগ তহবিল ট্রাষ্ট থেকে আমরা দেড় লাখ নগদ অর্থ সহায়তা বিতরণ করবো।

প্রধান অতিথি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার বক্তব্যে বলেন, এই এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই! তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় অসুস্থ চিকিৎসাধীন, পঙ্গু অথবা যে কোনো সমস্যায় পড়বে সকলকে সহায়তা করা হবে।