মনপুরা(ভোলা)প্রতিনিধি: ভোলার মনপুরায় কোস্টগার্ডের অভিযানে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর নির্দেশনাক্রমে এই অভিযান পরিচালনা করেন মনপুরা কোস্টগার্ড।

রোববার (২০ নভেম্বর) সকাল ৯ টায় হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে মনপুরার উদ্দেশ্যে ট্রলারযোগে নিয়ে আসার সময় উপজেলা রামনেওয়াজ এর পূর্ব পাশে মেঘনা নদী থেকে এই কারেন্ট জাল জব্দ করা হয়।তবে জব্দকৃত কারেন্ট জালের কোন মালিক সনাক্ত করতে পারেনি কোস্টগার্ড।

পরে জব্দকৃত কারেন্ট জাল পোড়ানো জন্য হাতিয়া কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মনপুরা কন্টিনজেন্ট কামান্ডার আবদুল মালেক।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড।ঘটনাস্থলে মনপুরা উপজেলা মৎস্য বিভাগের একটি টিম উপস্থিত ছিলেন।