![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/11/IMG-20221128-WA0008.jpg)
রাকিবুল হাছান, মনপুরা(ভোলা)প্রতিনিধি: ভোলার মনপুরায় মৎস্য বিভাগ কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদী বিভিন্ন পয়েন্টে বসানো অবৈধ বেহেন্দী জাল ও চাই জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তরের অবৈধ জাল অপসারণের “অবৈধ মৎস্য জাল স্পেশাল ক্যাম্পিং” এর চলমান অভিযানে সোমবার(২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১২ টা পযন্ত উপজেলা তুলা তলী থেকে দাসের হাট পর্যন্ত মৎস্য অধিদপ্তর কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ২৮ টি পাঙ্গাসের পোনা ধরার চাই ও ২৪ টি বেহুন্দী জাল জব্দ করে কেটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।জব্দকৃত নিষিদ্ধ বেহেন্দী জাল ও চাইয়ের আনুমানিক মূল্য ৮লাখ টাকা।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/11/IMG-20221128-WA0011-1024x576.jpg)
জব্দকৃত অবৈধ জাল ও চাই ট্রলার যোগে উপজেলা রামনেওয়াজ তুলাতলী এলাকায় নিয়ে এসে জেলেদের উপস্থিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল হক,মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, কোস্টগার্ড সিসি আবদুল মালেক।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান,
নিষিদ্ধ জালের মাধ্যমে নানা প্রজাতির মৎস্য পোনা নিধনকারী অসাধু জেলেদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা ও জেলেদের জরিমানা করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।