রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলা সামুদ্রিক জেলেদের মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫জুন) সকাল ৯ টা থেকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের সামুদ্রিক জলাসীমায় ৬৫ দিন মৎস্য আহরণ বন্ধ করেছে সরকার।

সামুদ্রিক জলাসীমায় ৬৫ দিন মাছ শিকার বন্ধ করায় হতাশ হয়ে পরেন অনেক জেলে পরিবার। এসব জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তর এর সহায়তায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী এ চাল বিতরণ কার্যক্রম চলছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাজায়, মনপুরা উপজেলা ১০১৮৫জন জেলেদের জন্য (৫৭০.৩৬০) মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন মৎস অধিদপ্তর।

প্রতিজন সামুদ্রিক জেলেকে ৫৬ কেজি হারে চাল বিতরণ করা হবে। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সমুদ্রগামী জেলেদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে উপজেলা প্রতিটি ইউনিয়নে এই চাল বিতরণ করা হবে।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল।এ সময় আরো উপস্থিত ছিলেন,

ট্যাক অফিসার ও উপসহকারী কৃষি অফিসার শাহাবুদ্দীন, ইউনিয়ন পরিষদের মেম্বার মোহরলাল চক্রবর্তী, শাজাহান ব্যাপারী, মহিলা মেম্বারসহ সংশ্লিষ্ট উপকারভোগীরা উপস্থিত ছিলেন।