ইলিয়াস হাওলাদার, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ সহ মোট মোট ১৮টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সন্তান মো: আতিকুর রহমান রুবেল।
২২ সেপ্টেম্বর ক্রীড়া পরিদপ্তর থেকে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী কাঠালিয়া তোফাজ্জেল হোসেন মানিক মিয়া সরকারি ডিগ্রী কলেজ, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ, কাঠালিয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, বলতলা দোগন মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহ মোট মোট ১৮টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন আতিকুর রহমান রুবেল
আতিকুর রহমান রুবেল বলেন, উপজেলার কিছু প্রতিষ্ঠানের জন্য ক্রীড়া সামগ্রী চেয়ে ২৭ জুলাই ২০২২ তারিখে ক্রীড়া পরিদপ্তরে আবেদন করেছিলাম। আজকে প্রতিষ্ঠানে পৌঁছে দিতে পেরেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।