ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার রামপুর গ্রামের মহিষকান্দি ৫ মৌজার ১১৮৫ খতিয়ানের জমি জোরপূর্বক দখলের অভিযোগ করেন জমির আংশিক মালিক আঃ বারেক ডাকুয়া।

বরেক ডাকুয়া বলেন ১১৮৫ খতিয়ানের জমি আমাদের মালিকানাধীন ছিলো। রেকর্ডও আমাদের নামে কিন্তু গায়ের জোরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় খালেক, হারুন, কালাম, হাকিম, সোহরাব, আমার জমি জোরকরে দখল করেছে।

এই নিয়ে আমাদের এক অংশীদার খালেক মুসল্লী আদালতে মামলা করেছেন, আদালত এই জমির উপর নিষেধাজ্ঞা দিয়েছে।

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্তেও স্থানীয় ভাড়াটে মাস্তান নিয়ে জমি চাষাবাদ শুরু করেছে তারা।

এবিষে অভিযুক্ত ব্যাক্তিরা বলেন আমাদের জমিতে আমরা চাষাবাদ করতেছি, আমরা কারোর জমি দখল করিনি।