এইচ এম জহিরুল ইসলাম মারুফ, স্টাফ রিপোর্টার: ঝালকাঠিতে দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে পুলিশী বাঁধা উপেক্ষা করে ঝালকাঠি সিটিজেন সোসাইটি মানববন্ধন কর্মসূচী পালন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝালকাঠি সিটিজেন সোসাইটির আহ্বায়ক ডা: জহিরুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীরমুক্তি যোদ্ধা আনোয়ার হোসেন আনু, সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য পিনু আক্তার নদী, মো: ইউনুস হাওলাদার প্রমুখ।
আরো পড়ুন…PayPal থেকে পেমেন্ট আসবে One Wallet -এ: ফাত্তাইন নাঈম
এসময় আলোচকরা বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান। সাম্য, ভ্রাতৃত্ববোধ ও আত্মশুদ্ধির এ মাসে ঝালকাঠিতে কাঁচামাল, মাছসহ নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের মূল্য নজিরবিহীন উর্ধ্বগতি নিয়ন্ত্রনহীন এবং নাগালের বাইরে। এই রোজার মাসে গরীব ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাপন দুর্বিসহ হয়ে পড়ছে এবং ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে। পবিত্র রমজান মাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে ঝালকাঠি জনগণকে অসহনীয় ভোগান্তির মধ্যে ফেলছে।
ব্যবসায়ীরা বেগুনের কেজি ১০০ টাকা, লেবুর হালি ৬০ টাকা, শসার কেজি ৮০ টাকা তরমুজের কেজি ৪০ টাকা দরে বিক্রি করছে কিন্তু প্রান্তিক পর্যায়ের কৃষকরা এই মূল্যের তিনভাগের এক ভাগ মূল্যও পাচ্ছে না। মধ্য সত্ত্বভোগী, ফরিয়া, দালাল ও আড়দ্দাররা জনগনকে জিম্মি করে তিনগুন বেশি মূল্যে পন্য বিক্রি করছে। এতে সাধারণ ক্রেতারা ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলে হা-হুতাশ করছে।
আরো পড়ুন…‘সংসদে পদ্মাসেতু চালুর বিষয়ে জানালেন প্রধানমন্ত্রী’
মানব বন্ধন শেষে ঝালকাঠি সিটিজেন সোসাইটির নেতৃবৃন্দ বাজারে খাদ্য দ্রব্যে ভেজাল ও অসাধু ব্যবসায়ীরা খাদ্য পন্য মজুদ করে উচ্চমূল্যে বিক্রি বন্ধের জন্য জরুরী ভিত্তিতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে কাঁচামাল, মাছসহ নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের মূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও রমজানের পবিত্রতা রক্ষার লক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো: জোহর আলী স্বারকলিপি গ্রহন করে বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে নেতৃবৃন্দকে জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।