মোঃ হাসান খান, পটুয়াখালী ( মির্জাগঞ্জ ) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতি বার (৩১ শে মার্চ ) জেলা কৃষক লীগের সভাপতি গাজী আলী হোসেন ও সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে মোঃ ফোরকান মৃধা কে আহবায়ক ও মোঃ জিল্লুর রহমান সহ আরোও দুই জনকে যুগ্ম আহবায়ক এবং আবু জাফর হাওলাদার কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বলেন, প্রকৃত ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করার জন্য জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই । তিনি আরো বলেন, সংগঠনের জন্য ও বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা এর হাত কে আরো শক্তিশালী করার লক্ষে নিঃস্বার্থ কাজ কাজ করবো ।
আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন জেলা কৃষক লীগ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।