আবু সালেহ মুসা, আমতলী উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হয়েছে। উপজেলার ধানখালীর পায়রাতে নির্মিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সর্বাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্রটি সোমবার দুপুর ১২টার দিকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলুন উড়িয়ে বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধনের সময় ১৩২০টি পায়রাও উড়ানো হয়।

বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে অন্যান্য মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে আসার সময় পথিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর গাড়ি থামিয়ে দেন ছাত্রলীগের সদস্যরা। মন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন বলে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। শুভেচ্ছা জানাতে প্রায় পাঁচ শতাধিক ছাত্রলীগের সদস্য জড়ো হন।

মন্ত্রীর গাড়ি দেখে তারা ফুল নিয়ে সামনে এসে দাঁড়ালে মন্ত্রীও গাড়ি থেকে নেমে তাদের শুভেচ্ছা গ্রহণ করেন, সাথে খানিকটা সময় তাদের সাথে কাটান। উপস্থিত সকলে এতে সন্তুষ্টি প্রকাশ করেন।

ছাত্রলীগের সদস্য এইচ এম আফফান উদ্দিন জানান, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন উপলক্ষে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সেখানে আসেন। আমরা তার আসা উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করি। তিনি পথিমধ্যে গাড়ি থামিয়ে আমাদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং খানিকটা সময় আমাদের সাথে কাটিয়ে আবার চলে যান।