আজম খান, বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় আতিয়ার রহমান স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাগুরার শেখ রাসেল ক্রিড়া চক্র এবং বাঘারপাড়া উপজেলাধীন ভাংগুড়া লায়নস ক্লাব ফাইনাল খেলায় মুখোমুখি হয়।
টান টান উত্তেজনাপূর্ন খেলা গোল শূন্য ড্র হয়। সর্বশেষ খেলা টাইব্রেকারে গড়ায়। এতে ৪-২গোলে ভাঙ্গুড়া লায়নস ক্লাব বিজয় লাভ করে।
এ খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় বিজয়ী দলের রাহুল হোসেন। খেলা উপভোগ শেষে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন যশোর – ৪ আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ কুমার রায়। এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, যশোর জেলা আওয়ামীলীগে সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, জাকির হোসেন, আরিফুল ইসলাম তিব্বত, আসাদুজ্জান মিন্টু, আওয়ামীলীগ নেতা নুর জালাল খান, শচীন্দ্র নাথ বিশ্বাস, আকবর আলী, ইউপি সদস্য সাদেকুর রহমান, জাহিদ হোসেন সরদার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক টিপু সুলতান প্রমুখ।
খেলা পুরষ্কার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন, বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।