রাকিবুল হাছান, মনপুরা(ভোলা)প্রতিনিধি: ভোলার মনপুরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট এর পক্ষ থেকে মনপুরা ৪টি ইউনিয়নে ২০২ পরিবারের মাঝে পরিবার প্রতি নগদ ৪ হাজার ৫শত টাকা করে অর্থিক সহায়তা  বিতরণ করা হয়।

 

রবিবার (২৬ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি জনাব মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভোলা জেলা রেড ক্রিসেন্ট এর ইউনিট লেভেল কর্মকর্তা আব্দুল বারী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ভোলা পোস্ট অফিস পরিদর্শক মোঃ ইমরান হোসেন, ভোলা পোস্ট অফিস হিসাব রক্ষক মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এন.ডি.আর.টির সদস্য অশিকুল ইসলাম আবীর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এন.ডি.আর.টির সদস্য তাজুল ইসলাম, মনপুরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা আওলাদ মাতাব্বর প্রমূখ।