‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে উপজীব্য করে দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৪ জানুয়ারী (বুধবার) সকালে ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আনন্দ র্যালি হয়। র্যালিটি ছাত্রলীগের কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এরপরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এরশাদ জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরোকঝাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান ও খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল ও উপজেলা ছাত্রলীগের আওতাধীন ইউনিয়ন, কলেজ, মাদ্রাসা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ৭৫টি বৃক্ষরোপণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।