চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’ নামে যাত্রা শুরু করেছে পুলিশের একটি নতুন থানা। শনিবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় নবগঠিত এ থানার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. রশিদুল হক, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম।এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে রাঙ্গুনিয়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন।

তাদের দীর্ঘ দিনের দাবি ছিল, এখানে একটি থানা হোক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে, অন্যান্য প্রশাসনিক ধাপ অতিক্রম করার পর অবশেষে আজকে এ থানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।