রাঙামাটিতে চাঁদার দাবিতেএকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সিএনজি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়নের নেতারা।

গতকাল (১৭ সেপ্টেবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। শনিবার রাতে রাঙামাটির শহরতলীর রাঙাপানি এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

আরোও পড়ুন: উন্নয়নের ধারা অটুট রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

বেনাপোলে ২০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রসঙ্গত, গত শুক্রবার আসাববস্তি-কাপ্তাই সড়কে চাঁদার রসিদ না থাকায় একটি অটোরিকশা জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। তার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশ করে তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

আলটিমেটামের ২৪ ঘণ্টা না পেরোতেই আরও একটি অটোরিকশা ভাঙচুর করল দুর্বত্তরা। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় খোঁজখবর নেয়া হচ্ছে।