রুমা, বান্দরবান প্রতিনিধি: ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় পাড়াবাসীদের সঙ্গে কারবারী পরিবারের মধ্যে জুম চাষের জমির সীমানা নিয়ে সামাজিক বিরোধ চলছিল। সেই ঘটনাকে ঘিরে এলাকাবাসী মিলে বাবা ও তার ৪ ছেলেকে কুপিয়ে হত্যা করে এক ঝিড়িতে ফেলে রাখে হয়েছে।
২৫ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে রুমা উপজেলা ৪নং গ্যালেঙ্গ্যা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের আবু পাড়া গ্রামে এই ঘটনাটি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পাড়া কারবারী (পাড়া প্রধান) ও তার ৪ ছেলের লাশ উদ্ধার করা হয়।
এসময় নিহত কারবারি লকরুই ম্রো (৭০) এবং তার চার ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০) সহ একই পরিবারকে লাশ উদ্বার করে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রুমার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়ায় বাবা ও তার ৪ ছেলেকে কুপিয়ে হত্যা ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবু পাড়ার ৭ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মৃত আবু আরং ম্রোর ছেলে রুইতু ম্রো (৫০), রুইতু ম্রোর ছেলে ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), নিয়াকক ম্রোর ছেলে ক্রংপং ম্রো (৩৮), মেনকং ম্রোর ছেলে পাসিং ম্রো (২২), রুইতু ম্রোর ছেলে ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), থনলক ম্রোর ছেলে রিংয়ং ম্রো (৩৫), মেনকং ম্রোর ছেলে ইজাং ম্রো (২৭), সাখকয় ম্রোর ছেলে থনলক ম্রো (৩৫), সাকখয় ম্রোর ছেলে পালে ম্রো (২৫), লংঙি ম্রোর ছেলে ক্লাংসাই ম্রো (২০), মেনকং ম্রোর ছেলে মেনপ্রে ম্রো (২০), থনলক ম্রোর ছেলে খংপ্রে ম্রো, থনলক ম্রোর ছেলে কাইং প্রে ম্রো (১৮), ক্রাতপুং ম্রোর ছেলে মেনরাও ম্রো (২২), লংঙি ম্রোর ছেলে মেনয়া ম্রো (২৬), কামপাও ম্রোর ছেলে খনতন ম্রো (৪১), লংঙি ম্রোর ছেলে মেনয়ং ম্রো (২৪), সাকখয় ম্রোর ছেলে চাংরাও ম্রো (৩১), নিয়াকক ম্রোর ছেলে থংওয়াই ম্রো (২৪) ও লংঙি ম্রোর ছেলে মেনপং ম্রো (৩৭)। তারা সবাই রুমার গ্যালেংগা ইউনিয়নের পান্তলা মৌজার আবু পাড়ার বাসিন্দা।
এ বিষয়ে রুমা থানার ওসি (তদন্ত) কাজী রাকিব উদ্দিন লাশ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা লাশ যারা বহন করে এনেছে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা এ হত্যার দায় স্বীকার করেন। এ সময় হত্যার দায়ের স্বিকারে পাড়ার ২২ জনকে গ্রেফতার করে রুমা থানায় নিয়ে এদিকে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রুমা উপজেলা গ্যালেঙ্গা ইউনিয়নের আবুই পাড়ার পাড়া কারবারীর সাথে স্থানীয়দের বিচার সালিশ ও তাবিজ কবজ ও জুমের জায়গায় নিয়ে পাড়াবাসীর সাথে বিরোধ চলে আসছিল। এরই ক্ষোভে এলাবাসী মিলে ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার গ্রাম প্রধান সহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা করে।
এতেই আজ ২৬ ফেব্রুয়ারী রুমা থানা থেকে আসামী ২২ জনকে আটক করে বান্দরবানে চালান করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।