কক্সবাজারের উখিয়ায় একদল নারীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে ‘কামড়ে’ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বালুখালীর পূর্বফাঁড়ির বিল এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।
কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদি হোসাইন কবির জানান, রাতে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ার নামের এক ‘মাদক কারবারিকে’ আটক করে বিজিবি। হাতকড়া পরিয়ে তাকে নিয়ে যাওয়ার সময় পালংখালীর ৯ নম্বর ওয়ার্ডের ‘ইয়াবা ব্যবসায়ীরা’ বিজিবির সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় শিশুরাও ছিল।
তিনি আরও জানান, এ সময় অর্ধশতাধিক নারী বিজিবি সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষতবিক্ষত করে। বিজিবি সদস্যরা নারী ও শিশু বিবেচনায় বল প্রয়োগ করা থেকে বিরত থাকে; সেই সুযোগে বখতিয়ার পালিয়ে যায়। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।