কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে বুধবার (৫ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা সহ শাহাজাহান(৩২) নামে এক মাদক কারবারি কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোন।
আটককৃত মাদক কারবারি কচ্ছপিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাইস্কুল পাড়া এলাকার বদরু রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের উপপরিদর্শক নাছির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা শাহাজাহান নামে এক জন কে আটক করা হয়।
আটককৃত শাহাজানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডিএনসির এ কর্মকর্তা।
এরআগে বুধবার (৫ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের উপ পরিদর্শক তুন্তু মনি চাকমার নেতৃত্বে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের থোয়াঙ্গাকাটা-দারিয়াদীঘি এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবা সহ আবু সৈয়দ (৩৯) নামে এক মাদক কারবারি কে আটক করা হয়েছে ।
আটক মাদক কারবারি খুনিয়া পালং ইউনিয়নের থোয়াঙ্গকাটা- দারিয়াদীঘি এলাকার ১নং ওয়ার্ডের আবু তৈয়বের ছেলে। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের উপপরিদর্শক তুন্তু মনি চাকমা বাদি হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।