ঐতিহ্যবাহী শায়েরীয়া দরবার শরীফের ১৩ তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত হবে।
রোববার (১২মার্চ) দক্ষিণ মেহের নামা মোরার পাড়া পেকুয়া কক্সবাজারে অবস্থিত দরবার শরীফ- কুতুবে জমান,পীরে কামেল হযরতুল আল্লামা শাহ্ সুফী সৈয়দ শায়ের মুহাম্মদ শাহ্ আল কাদেরী আল চিশতী (রঃ) এর ১৩ তম পবিত্র বার্ষিক খোশরোজ শরীফ মহাসমারোহে শায়েরীয়া দরবার শরীফে অনুুষ্ঠিত হবে।
উক্ত পবিত্র বার্ষিক খোশরোজ শরীফে সকল আশেকান ও ভক্তবৃন্দের প্রতি ঈমানী দাওয়াত রহিল।
আরজগুজার: পীরে ত্বরিকত হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দীন খিজির।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।