মোঃ আলমগীর হোসেন (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেলার নামে সেই অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙ্গে দিলো প্রশাসন।
মঙ্গলবার বিকেলে মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী’র নেতৃত্বে পুলিশ সদস্যরা জুয়ার আসর ভেঙ্গে দেয়। এর আগে গত ১২ এপ্রিল ‘মাটিরাঙ্গায় জমজমাট জুয়ার আসর’ শিরোনামে দেশের বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সেটি স্থানীয় প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার বিকেলে আসরটি ভেঙ্গে দেয়া হয়।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী বলেন, মাটিরাঙ্গায় আমি থাকা অবস্থায় মাদক ও জুয়া খেলার আসর চলবে না। আমি এসবের বিরুদ্ধে কঠোর আছি এবং থাকবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।