মোঃ আলমগীর হোসেন (খাগড়াছড়ি): নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে প্রতীকী গণঅনশন পালন করেছে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা বিএনপি। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়।
বৃহস্পতিবার (৩১মার্চ) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে গণঅনশন পালন করে নেতাকর্মীরা। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান এর সভাপতিত্বে ও মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াসউদ্দিন এর সঞ্চালনায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে।গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ এর নেতৃত্বে প্রতীকী অনশন কর্মসূচি পালন গুইমারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়।
প্রতীকী অনশনে বক্তারা বলেন,দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুই আজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। সরকার উন্নয়নের নামে লুটপাট করে মন্ত্রী–এমপিদের পকেট ভারী করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।