মোঃ আলমগীর হোসেন, (খাগড়াছড়ি): চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর সাব-কম্পোনেন্ট ‘আউট অব স্কুল চিলড্রেন’ কার্যক্রমের আওতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালের দিকে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে এবং প্রোগেসিভ সংস্থার বাস্তবায়নে কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
কর্মশালায় আয়োজকরা বলেন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সারাদেশে চলমান কার্যক্রমে ৮ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বর্হিভূত শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান ও তাদেরকে শিক্ষার মূল ধারায় সংযুক্ত করার লক্ষে মাটিরাঙ্গা উপজেলা পর্যায়ে ৭০টি শিখন কেন্দ্র স্থাপনের মাধ্যেমে শিক্ষা প্রদান প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রতিটি শিখনকেন্দ্রে ১৫ থেকে ৩০জন শিক্ষার্থী থাকবে। এ লক্ষে শিক্ষাকেন্দ্র স্থাপন, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ উপবৃত্তি প্রদান করা হবে। কর্মশালায় উপস্থিত ছিলেন, মোঃ আবু নাজের সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো খাগড়াছড়ি পার্বত্য জেলা,
উপজেলা শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজ্যার প্রমুখ। এসময় বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত উল্লাহ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।