মো: ইমরান হোসেন, মহম্মদপুর প্রতিনিধি,মাগুরা: মাগুরার মহম্মদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২৫ জুলাই (মঙ্গলবার) মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এড.আবদুল মান্নান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,সহকারি কমিশনার (ভূমি) জনাব বাসুদে্ব কুমার মালো,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: বোরহানুল ইসলাম, অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমূখ।
র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।