রাজশাহী প্রতিনিধিঃ আজ ১৯ অক্টোবর বুধবার সকাল ৯টায় রাজশাহীতে ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহী মিলনায়তনে ১০৮০ তম দলের ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলম,জালাল আহমদ,পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. মো: সুলতান মাহমুদ ভূঁঞা, উপ-পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।