বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ জুলাই) বিকেলে বিরামপুর পৌর জাতীয় পার্টির আয়োজনে ঢাকামোড় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিরামপুর পৌর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুব সংঘতির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইউনুস আলী সহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।