আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা
৪জুন (শনিবার) বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান ভিপি শহিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্ট্রিংস উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার, সদস্য শাহান শা সিদ্দিক মিন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সয়োরার আলম রুবেল, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান নিপু ভিপি, আবু সাইদ (ভিপি রুবেল )প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ নেতাকর্মীরা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।