দেড় মাস পর অবশেষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থগিত কেন্দ্রের পুনরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে চেয়ারম্যান পদে ৯৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের রফিকুল ইসলাম রফিক। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আনারস প্রতীকের শরিফুল ইসলাম পান ১ হাজার ১৫৪ ভোট।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে উৎমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে বেসরকারি ভাবে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিককে বিজয়ী ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার রেজাইল করিম।
এ ইউনিয়নে তিনজন প্রার্থী চেয়াম্যান পদে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলায় ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা কারণে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।