বাংলাদেশ প্রফেসর ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে সংবর্ধনা প্রদানসরকার কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক-২০২২ পাওয়ায় ইমেরিটাস প্রফেসর ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাকে সংবর্ধনা প্রদান করেন কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক-২০২২ প্রাপ্ত, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার মণ্ডল।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাইমদ্দিন মণ্ডল প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম (নুরু মণ্ডল)।

কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোল্লার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরিদপুরের প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ অরুণ কুমার সাহা।

উল্লেখ্য, একুশে পদক-২০২২ প্রাপ্ত ইমেরিটাস প্রফেসর ড. মো. আবদুস সাত্তার মণ্ডল কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামের মৃত আবদুল গফুর মণ্ডলের ছেলে।

 

কলমকথা/ বিথী