রাজধানীর বাসাবাড়ির ছাদবাগানে মশার লার্ভা আছে কি না, তা দেখতে ড্রোন ব্যবহার শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি পার্ক এলাকায় এ ড্রোন ব্যবহারের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, বাসাবাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব মালিকের। কারো বাসাবাড়ির চারপাশ কিংবা ছাদ যদি পরিষ্কার না থাকে তাহলে সেটা ড্রোনের মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর সঙ্গে সঙ্গে সেই বাসায় ম্যাজিস্ট্রেট যাবে, জরিমানা, রেগুলার মামলা হয়ে যাবে।

উত্তর সিটি কর্পোরেশনের দশটি অঞ্চলে একটি করে ড্রোন দেওয়া হবে। যার ফলে প্রতিটা বাসাবাড়ির ছাদ বাগান, ময়লা আবর্জনার তথ্য ডাটাবেজে চলে আসবে। শুধু এবছরই নয় ধারাবাহিকভাবে প্রতিবছর অভিযান চলবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।

শুধু বাসাবাড়িতেই নয়। এই অভিযান অফিস, কারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, শপিংমলসহ সব জায়গাতে পরিচালনা করা হবে।

পরিক্ষামূলকভাবে এই অভিযান সফল হয়েছে। যার ফলে বর্ষা মৌসুমে লাগাতারভাবে চলবে।