বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৩৭৪ জন উপকার ভোগীদের মধ্যে গাছের চারা বিতরন করা হয়েছে।
গত সোমবার সকাল ১১টার দিকে অডিটোরিয়ামের পাশে নার্সচারী থেকে সরকারী এ চারা বিতরন করা হয়। প্রথম দিনে ১০০ জন উপকার ভোগী চারা পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় উপকার ভোগী আশ্রয়ন প্রকল্পে রয়েছেন ৩৪৪ জন এবং আদিবাসি রয়েছেন ৩০ জন। মোট ৩৭৪ জনের মধ্যে প্রত্যেকটি ৫টি করে চারা দেওয়া হচ্ছে।
জন প্রতি তিনটি ফলজ ও ২ টি বনজ চারা দেওয়া হচ্ছে। চারা বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, বন বিভাগ কর্মকর্তা শেখ লিটন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।