জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ-“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ একসূত্রে গাঁথা ” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১.৩০ টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘরের সহযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রাণী মন্ডল ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
বিজ্ঞান মেলায় মোট চল্লিশটি স্টলে জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল বিভিন্ন কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় প্রদর্শন করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।