বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের পঁচা মাগুরা গ্রাম থেকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো. বাবুল ফকিরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানার এএসআই মনির হোসেন বাবুল ফকিরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এএসআই মনির হোসেন বলেন, বাবুল ফকিরের নামে ২০২১ সালে একটি চেকের মামলায় আদালত ১ বছরের সশ্রম কারাদন্ড দেন, অনাদায়ে ৭,৪০,০০০ টাকা জরিমানা করেন। সাজা হওয়ার পর থেকে সে পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বাবুল ফকিরের সাজা হওয়ার পর থেকে পলাতক ছিল। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।