বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে থানা রোডে মুক্তিযোদ্ধা ভবনের সভা কক্ষে বিদীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, মুক্তিযোদ্ধা সৈয়দ সিদ্দিকুর রহমান, জোহুরুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।