হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)প্রতিনিধিঃ– ফরিদপুরের মধুখালীতে উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদের আয়োজনে এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প এর স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিক ,জনপ্রতিনিধি ও সুধি সমাজের প্রতিনিধিগণ।
গণশুনানীতে জবাব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা,জেলা ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার,মির্জা গোলাম ফারুক,শাহজাহান হেলাল,মেহেদী হোসেন পলাশ, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম বাচ্চু,রাম কোমল সাহা ইউপি সদস্য সাহেরা বেগম প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।