হৃদয় শীল ,মধুখালী (ফরিদপুর)প্রতিনিধিঃ পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে  বাঙালির মহান স্বানতা অর্জন ।  মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশব্যাপি জাতীয় পতাকা যথাযথ ভাবে  উত্তোলন  করে  এবং  বিভিন্ন  কর্মসূচি  গ্রহন করে  স্বধীনতা দিবস  উদযাপন করা হয় ।  তারাই ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালীতে  মহান স্বাধীনতা  দিবস উপলক্ষ্যে উপজেলার রায়পুর  ইউনিয়ন ভুমি অফিসে  জাতীয় পতাকা অর্ধনমিত  ভাবে  উঠান হয়েছে।
২৬ মার্চ  শনিবার  দুপুর ১২টায় সরোজমিনে দেখা যায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলার রায়পুর ভুমি অফিসে  জাতীয় পতাকা  অর্ধনমিত  করে তোলা হয়েছে । ভুমি অফিসের  প্রধান ফটোকে  এবং মুল ভবনে  তালা বন্ধ ছিল।
আসলে কেন এমনটি করা হয়েছে ? ভুল না জেনে বুঝে  পাকি প্রেম থেকে এমনটি  করা হয়েছে?  এমনটি জিজ্ঞাসা  সুধি মহলে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর কাছে তাঁর মোবাইলে  জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমার জানা নাই। আমি  বলে দিচ্ছি  জাতীয় পতাকা ঠিক করে তুলতে ।