হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ-ফরিদপুরে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বিকাল তিন ঘটিকার সময় ব্রাহ্মণকান্দা বাজারে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আয়োজিত বর্ধিত সভায় মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনের পরিচালনায় সভার সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন খান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এডঃ হাবিবুর রহমান হাফিজ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলার যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম কামরুল, যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিনার, যুগ্ন আহবায়ক আনোয়ার জাহিদ, যুগ্ন আহবায়ক শামীম আহমেদ, সহ উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত এই সভাতে বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গৃহীত হয়, এছারা রোজার ঈদের পরে ১১টি ইউনিয়নে নতুন কমিটি করা হবে এবং দলের সকল আন্দোলন সংগ্রামে সেচ্চাসেবক দল রাজপথে অংশগ্রহণ করবে বলে সকলকে জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।