জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী সময় পত্রিকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি সংক্রান্ত সংবাদ বন্ধ করার জন্য মুঠোফোনে প্রতিবেদককে হাত-পা কেটে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে এ প্রতিবেদক নিরাপত্তার স্বার্থে ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে, যার নং- ১৩৭৯, তারিখ- ২৪/০৩/২০২২ইং। হুমকিদাতা ব্যক্তি চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ৭নং চর সুলতানপুর খালপাড় ডাঙ্গী গ্রামের মৃত শেখ ইব্রাহিমের ছেলে মোঃ মনির হোসেন।

সাধারন ডায়েরি থেকে জানা যায়, গত ২২/০৩/২০২২ইং তারিখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ গাবতলা মোড় এলাকায় অবৈধভাবে ভেকু বসিয়ে মাটি বিক্রি এবং ড্রাম ট্রাকের বেপরোয়া গতি সংক্রান্ত সংবাদের আরো কিছু তথ্য জানার জন্য মাটি খেকো রাজন শেখের সাথে মুঠোফোনে কথা বলেন দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার বার্তা সম্পাদক শ্রাবণ হাসান। এরপরের দিন ২৩/০৩/২০২২ইং তারিখে বিকাল ৫ টা ০৭ মিনিটে ০১৭১৬-৮৯৭৩০৭ নাম্বার থেকে ঐ প্রতিবেদকের ব্যবহৃত মুঠোফোনে ফোন আসে, তখন ঐ প্রতিবেদক মুজিব সড়ক, ফরিদপুর পৌরসভা সংলগ্ন দৈনিক বাঙ্গালী সময় পত্রিকা অফিসে রিপোর্টের কাজে ছিলেন।
এ সময় উক্ত নাম্বার থেকে মনির হোসেন নামে এক ব্যক্তি পরিচয় দেয় এবং উক্ত সংবাদের সোর্সদাতার নাম জানতে চায়। তিনি বলেন, আপনাকে এই খবর কে দিয়েছে, আমার কাছে বলতে হবে। সোর্সদাতার নাম না বলায় উত্তেজিত হয়ে ঐ ব্যক্তি বলেন, আপনাদের সমস্যা কি। আমাদের কর্মে যে বাঁধা দিবে তার কিন্তু হাত-পা থাকবে না! আমি কমলাপুর থাকি। আমার গাড়ি আমি চালাবো, এক্সিডেন্ট করে মানুষ মরলে আমি কি করবো। এছাড়া আরো নানা অকথ্য ভাষায় কথা বলেন।
উল্লেখ্য, গত ৩ সপ্তাহ যাবৎ পুকুর খননের নামে জেলার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ গাবতলার মোড় এলাকার কৃষি জমিতে ভেকু বসিয়ে চলছে অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় উক্ত জায়গা থেকে এ মাটি কেটে বিক্রি করছে চরহাজীগঞ্জের ব্যাপারী ডাঙ্গী এলাকার মৃত শেখ ফজলের দুই ছেলে রাজন শেখ ও ফিরোজ শেখ এবং খালপাড় ডাঙ্গী গ্রামের মনির হোসেন নামে এক ব্যক্তি। এছাড়া ড্রাম ট্রাকের বেপরোয়া গতিতে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা। এই ড্রাম ট্রাকের চাপায় চরভদ্রাসন উপজেলার এখন পর্যন্ত ২ জন লোক মারা যায়, সর্বশেষ গত রবিবার ২০(মার্চ) উপজেলার জাকেরের সুরা নামক টিলার চর স্কুল সংলগ্নে জয়নুদ্দিন মৃধা(৪৮) নামে এক ব্যক্তি মৃত্যু বরণ করে।