বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে রিক্তা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বোয়ালমারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামের সোহান শেখের স্ত্রী। তার ৫ বছর বয়সী তাসরিন নামে একটি ছেলে রয়েছে।
থানা সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মধ্যেরগাতী গ্রামের হারুন শেখের ছেলে সোহান শেখের সাথে একই উপজেলার ময়না ইউনিয়নের গোলাম মোস্তফার মেয়ে রিক্তার গত ৭ বছর আগে বিয়ে হয়।
বুধবার (১৩ এপ্রিল) সকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক সন্তানের জননী রিক্তা বেগমের লাশ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে রিক্তা আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক মামুন অর রশিদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।