বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামের বাসিন্দা হাসিনা বেগম (৫৫) বাড়ির পাশে কাঠাল গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক ময়না তদন্ত শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তার পরিবারের নিকট তুলে দেন। হাসিনা বেগমের দুই মেয়ে দুই ছেলে।
জানা যায়, বনচাকী গ্রামের মৃত কাশেম শেখের স্ত্রী হাসিনা বেগম শারীরিক অসুস্থতার কারণে শারীরিক পীড়া সহ্য করতে না পেরে (১০ নভেম্বর) গভীর রাতে বাড়ির পাশে কাঁঠাল গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
বোয়ালমারী থানার এসআই মো. মনির হোসেন বলেন, আত্মহত্যার খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশের প্রাথমিক সুরত হাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তার পরিবারের নিকট হস্তন্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।