বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ দুটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত আসামি হলো উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের সিরাজ মোল্যা (৪০)। তার নামে মাগুরা ও সিরিপুর থানায় দুটি ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
এএসআই আজিজ বলেন, সিরাজ মোল্যার নামে দুটি ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়া তার নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
গত রবিবার সন্ধ্যায় ইছাখালী গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।