বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় তামান্না আক্তার (১২) নামে আহত মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। সে বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী গ্রামের মো. সরোয়ার মোল্যার মেয়ে ও পৌর সদরের আইডিয়াল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
গত শনিবার মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর বোয়ালমারী পৌরসভার সামনে বাসের ধাক্কায় আহত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই দিনই দিবাগত রাত দেড়টার দিকে সে মারা যায়।
বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার দুপুরে তামান্না তার মা ও ভাই-বোনের সাথে মাদ্রাসা থেকে অটোভ্যান যোগে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলো।
তারা বোয়ালমারী পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত গামী একটি মালবাহী ট্রাক ও ফরিদপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাসের মাঝখানে পড়ে। অটোভ্যান চালক গতি নিয়ন্ত্রণ করার চেষ্টাকালে দ্রুতগামী ঘাতক বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় ভ্যানে থাকা তামান্নাসহ সকলেই রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত তামান্নাকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সে মারা যায়। তামান্নার পরিবার কোথাও কোন অভিযোগ না দিয়ে রবিবার বেলা ১১টায় ছোলনা গোরস্থানে ওই শিক্ষার্থীর দাফন সম্পন্ন করেন বলে জানা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।